ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীর ৩ এলাকায় অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
রাজশাহীর ৩ এলাকায় অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

রাজশাহী: রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পৃথক তিন এলাকায় অভিযানে বিভিন্ন কারণে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২০ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকের অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, তিনি এবং সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনী এর নেতৃত্ব দেন।

পুলিশের সহায়তায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালিত হয়। উপ-পরিচালক অপূর্ব অধিকারী উপশহর এলাকায় প্রত্যাশী স্টোরকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অপর এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে সহকারী পরিচালক হাসান-আল-মারুফ তেরখাদিয়া এলাকায় বর্ষা ভেরাইটি স্টোরকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ রেশন স্টোরকে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনী উপশহর নিউ মার্কেট এলাকায় রুমান ফল ভাণ্ডারকে তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা ও আইনুদ্দিন ফল ভাণ্ডারকে তরমুজের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।