ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বৃষ্টিতে নগরীজুড়ে জলাবদ্ধতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
নারায়ণগঞ্জে বৃষ্টিতে নগরীজুড়ে জলাবদ্ধতা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈশাখের বৃষ্টিতে নগরীর প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে নগরীর বঙ্গবন্ধু সড়ক, মিশনপাড়া, জামতলা এলাকায় এ জলাবদ্ধতা দেখা যায়।

এসময় ইফতার কিনতে বের হওয়া সাধারণ মানুষ ও ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষ বিপাকে পড়েন। পাশাপাশি ছুটির দিনে ঈদের বেচাবিক্রি বেশি হওয়ার আশায় থাকা ব্যবসায়ীরাও পড়েন দুশ্চিন্তায়। কারণ ঈদের বেচাবিক্রি শুক্রবার ও শনিবার ছুটির দিনে কর্মজীবীদের আগমনে বেশি হয়।

চাষাঢ়ায় সমবায় মার্কেটের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, বৃষ্টিতে তো ক্রেতা আসবেনা। তার ওপর জলাবদ্ধতা। ছুটির দিনে ঈদের বেচাবিক্রির টার্গেট বেশি থাকে। বৃষ্টিতে তা বাধাপ্রাপ্ত হয়।

মার্কেটে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা আলী সাবাব টিপু জানান, ছুটির দিন থাকায় পরিবারের ঈদের কেনাকাটা শেষ করে ফেলতে এসেছিলাম। বৃষ্টিতে আটকে গেছি। এখন পরিবার নিয়ে কাকভেজা হয়ে বাড়ি যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।