ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্বাধীন বাংলার প্রথম পতাকা ওড়ানো বীর শহীদের মায়ের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, এপ্রিল ২৬, ২০২২
স্বাধীন বাংলার প্রথম পতাকা ওড়ানো বীর শহীদের মায়ের ইন্তেকাল কুলসুম বেগম

পিরোজপুর: স্বাধীন বাংলার প্রথম পতাকা ওড়ানো শহীদ বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মা কুলসুম বেগম (৯৮) আর নেই।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর রাতে পিরোজপুরের নিজ বাসভাবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কুলসুম বেগমের মেয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি বাংলানিউজকে বলেন, আমার ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায় মা জীবনের শেষ দিনটি পর্যন্ত দরজা খুলে অপেক্ষায় ছিলেন। আজ সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে তিনি তা ছেলের জন্য রেখে দিতেন।

জীবনের শেষ দিনটি পর্যন্ত ঘরের দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন ছেলে ফিরবে সেই আশায়। আজ আর শহীদ ছেলের জন্য অপেক্ষা করার মতো কেউ নেই। তিনি আর কখনো জানতে চাইবেন না ছেলে তার সহযোগী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এসেছিল কি না, কিংবা তাদের সবাই খেতে পেরেছে কি না? স্বাধীনতা পরবর্তী অর্ধশত বছরের বেশি সময় ধরে অপেক্ষায় ছিলেন তিনি শহীদ সন্তানের জন্য।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।