ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, এপ্রিল ২৬, ২০২২
জয়পুরহাটে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭ 

জয়পুরহাট: জয়পুরহাটে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১২টায় জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহাম্মদ ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার করা ৪৭ জনের মধ্যে দু’জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ৪৫ জনকে মাদক ও নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এসপি মো. মাছুম আহাম্মদ ভূঞা জানান, সোমবার (২৫ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলা সদর থেকে ২০, পাঁচবিবি উপজেলা থেকে ২২, কালাই উপজেলা থেকে দুই ও আক্কেলপুর উপজেলা থেকে দু’জনসহ মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।