ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

খিলগাঁও ফ্লাইওভারে লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
খিলগাঁও ফ্লাইওভারে লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে তেলের লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা হলেন- এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটায় মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ফ্লাইওভারের উপরে একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এনতারুজ্জামানের বাবার নাম আ. সালাম। তিনি থাকতেন রাজধানীর খিলবাড়িরটেক।
আর বিধানের বাবার নাম মৃত অশ্বীনী বিশ্বাস। তার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।

তিনি আরও জানান, দুইজনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চরছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।