ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বকশি বাজার মোড়ে ভবঘুরের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
বকশি বাজার মোড়ে ভবঘুরের মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বকশিবাজার মোড় থেকে কামাল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কামালের বাড়ি ময়মনসিংহ জেলায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ওই ব্যক্তি ভবঘুরে। বকশিবাজার এলাকাতেই থাকতেন। অসুস্থতাজনিত কারণে সকালে ফুটপাতে তার মৃত্যু হয়েছে।

ওই এলাকার সোহেল রানা নামে আরেক ভবঘুরে জানান, কামাল দীর্ঘ ৯-১০ বছর ধরে বকশিবাজার এলাকাতেই থাকতেন। তার গলাতে একটি টিউমার হয়েছিল। সেই কারণেই তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে ফুটপাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।