ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সায়েদাবাদে যাত্রীর চাপ কম, স্বস্তিতে বাড়ি যাচ্ছেন মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
সায়েদাবাদে যাত্রীর চাপ কম, স্বস্তিতে বাড়ি যাচ্ছেন মানুষ

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ তুলনামূলক কম থাকায় অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ।

শুক্রবার (২৯ এপ্রিল)  সকাল ১০ টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে।

কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাসে নিজ নিজ গন্তব্যে যান।

সায়েদাবাদ থেকে বাসে চড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের জাকির হোসেন।

বাংলানিউজকে তিনি বলেন, বাসের টিকিট পেতে কোনো অসুবিধা হয়নি। মিরপুর থেকে টার্মিনালে আসতেও খুব একটা যানজটে পড়তে হয়নি।

তিনি আরও বলেন, ঈদে বাড়ি যাওয়ার চিরাচরিত যে ঝামেলা আজকে সেটা পোহাতে হয়নি। বলতে পারেন আরামেই বাড়ি যাচ্ছি।

এই রুটের আল আরাফাহ বাস কাউন্টারের স্টাফ শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে সারারাত যাত্রীর অনেক চাপ ছিল; বিশেষ করে শুক্রবার (২৯ এপ্রিল) ভোর রাতে সেহরির পর থেকে সকাল ৮/৯ টা পর্যন্ত।

তিনি আরও বলেন, আজ (২৯ এপ্রিল) বিকেলে এবং সন্ধ্যার পর যাত্রীর চাপ বাড়বে। এছাড়া চাঁদরাতেও যাত্রীর চাপ বেশি থাকে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমইউএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।