ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মে ১, ২০২২
ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে রোববার (০১ মে) ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। ’

সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারাক। ’

রোববার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, মে ০১, ২০২২
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।