ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ৯, ২০২২
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

বরিশাল: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে বজ্রপাত, বাতাসের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ও জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বাড়তে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।

সোমবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে বরিশালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ সময় বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে রাস্তাঘাট ফাঁকা হলেও শ্রমজীবী মানুষের আনাগোনা রয়েছে।  

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল  জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত, বাতাসের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

এ সময় উপকূলীয় জেলাসমূহ ও দ্বীপ-চরাঞ্চলে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বাড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ০৯, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।