ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সয়াবিন তেল মজুদ করায় ঝালকাঠিতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ১১, ২০২২
সয়াবিন তেল মজুদ করায় ঝালকাঠিতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠিতে অবৈধভাবে মজুদ করা সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (১১ মে) সকালে অভিযান চালিয়ে ঝালকাঠির আড়তদার পট্টিস্থ ব্যবসায়ী বিকাশ কুন্ডুর গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

এসময় অবৈধভাবে মজুদ রাখায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা বোতলজাত তেল ন্যায্য দামে বিক্রি করা হয়।  

অপরদিকে, নলছিটিতে দুই অসাধু তেল ব্যবসায়ীকে পুরাতন দাম টেম্পারিং করে নতুন দামের সিল মারার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নলছিটি শহরের জান্নাতি রিয়াজ হোসেনকে ৪০ হাজার টাকা এবং শাওন এগ্রোফুড নামে এক ডিলারকে তেল ক্রয় এবং বিক্রির রশিদ সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাসের উপস্থিতিতে পুরাতন দামে ২০০ লিটার সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস বলেন, অভিযানে অসাধু তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।