ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইভিএম’র ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ ডাকা হবে: ইসি আলমগীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ২০, ২০২২
ইভিএম’র ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ ডাকা হবে: ইসি আলমগীর নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

মানিকগঞ্জ: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ত্রুটি আছে কিনা শনাক্তে বিশেষজ্ঞ দল ডাকা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।

আলমগীর বলেন, আগামী জুনের মধ্যেই ইভিএমের ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সামনেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা।

তিনি আরও বলেন, এ মুহূর্তে শতাধিক আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরলে ইভিএম সংখ্যা বাড়ানো হতে পারে।

এ নির্বাচন কমিশনার আলমগীর আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২০ মে, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।