ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হজের নিবন্ধন শেষ হচ্ছে শনিবার, খোলা থাকবে ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
হজের নিবন্ধন শেষ হচ্ছে শনিবার, খোলা থাকবে ব্যাংক ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে পবিত্র হজের নিবন্ধন শনিবার (২৮ মে) শেষ হচ্ছে। এদিন হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

শুক্রবার (২৭ মে) রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হবে। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজকার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলাল থাকবে। আগামী ৫জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।