ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় ছাত্রদলের দুই নেতাকে পেটানোর অভিযোগ ছাত্রলীগের নামে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
মাগুরায় ছাত্রদলের দুই নেতাকে পেটানোর অভিযোগ ছাত্রলীগের নামে   ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের ছাত্রদলের দুই নেতাকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আহত দুইজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজে গেটে এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার ছাত্রদল দলের দুই নেতা হলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ ও ব্যবস্থাপনা বিভাগের ইয়ার কমিটির সভাপতি আরমান।  

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম অভিযোগ করেন, দুই ছাত্রনেতা সকালে ফরম পূরণের উদ্দেশে কলেজে যাচ্ছিলেন। কলেজগেট থেকে তাদের ধরে নিয়ে পাশ্বর্বতী সাইকেল গ্যারেজে বেদম মারপিট করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, ঘটনাটি মিথ্যা। কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের দুই নেতাকে মারপিটের ঘটনা ঘটেনি।


বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।