ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ৪, ২০২২
মেহেরপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

মেহেরপুর: মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৭) নামে যুবক নিহত হয়েছেন।

শনিবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুরে-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দীনদ্বত্ত ব্রিজের মাঝে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় দুটি মোটরসাইকেল ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

আহতরা হলেন- গাংনী উপজেলার হিন্দা গ্রামের সাইফ আব্দুল্লাহ (২৭)। তিনি ওই গ্রামের মিজানরুর হমানের ছেলে। আহত সাইফ আব্দুল্লাহকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আব্দুর রহমান মেহেরপুর শহরের কাশ্যপপাড়া সাদেক মোল্লার ছেলে। তিনি আউটসোর্সিংয়ের কাজের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, আব্দুর রহমান তার বন্ধুকে নিয়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। অপরদিকে সাইফ আব্দুল্লাহ চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসছিলেন। পথে আমঝুপি বিএডিসি ফার্মের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটিই দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরতর অবস্থা হওয়ায় সাইফকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুপ্রভাত বাংলানিউজকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।