ঢাকা: রাজধানী যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ দিকে সাদ্দাম মার্কেটের পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি পড়ে থাকলে পথচারী রাজু আহমেদ তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাংবাদিকদের রাজু আহমেদ জানান, তিনি নিজে বাইক চালিয়ে সাদ্দাম মার্কেটে এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে একটি বাইকসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল সেখান থেকে ঢাকা মেডিকেলে আনলে মারা যায়।
নিহত ব্যক্তির নাম নোমান বলে জানাযায়। নিহতের সজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
তবে কিভাবে ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে মারা গেছে হাসপাতালে রাজু এই বিষয় কিছুই জানাতে পারেনি।
ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এজেডএস/এমএম