হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অন্যজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানিয়েছেন।
শিশুরা হল, হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের সালেক মিয়ার ছেলে জুনাইদ মিয়া আহমদ (১০) ও মোশাহিদ মিয়া (৬)।
দুই সহোদরের মধ্যে ডুবুরী দল মোশাহিদের মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি জুনাইদকে।
ওসি মোবারক জানান, শিশুরা তাদের মায়ের সঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খালার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায়।
পরে সিলেট থেকে ডুবুরি দল এসে শিশু মোশাহিদের মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করে। জুনাইদকে খোঁজে বের করার চেষ্টা চলছে। তবে তাকে জীবিত উদ্ধার করার আশা শূণ্য বলেও জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এমএম