ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় রক্তদাতা দুই সংগঠনকে সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
খুলনায় রক্তদাতা দুই সংগঠনকে সম্মাননা

খুলনা: নানা আয়োজনে খুলনায় ‘বিশ্ব রক্তদাতা দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে মরণাপন্ন মানুষের রক্তের প্রয়োজনে যারা বার বার এগিয়ে এসেছে এমন দুটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে খুলনা ব্লাড ব্যাংক ও শেখ শাহজালাল হোসেন সুজন ব্লাড ব্যাংক নামে দুটি সেচ্ছাসেবী সংগঠনকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. জিল্লুর রহমান তরুণের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক নেওয়াজ মুস্তাফিজ চৌধুরী।

প্রধান অতিথির কাছ থেকে খুলনা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সালেহ উদ্দিন সবুজ ও কোষাদক্ষ মো. আসাদ শেখ এবং শেখ শাহজালাল হোসেন সুজন ব্লাড ব্যাংকের পক্ষে সংগঠনের সভাপতি মাঈনুল ইসলাম সম্মাননা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. অনল রায়, ডা. ইউনুসুজ জামান খান তারিন, ডা. শাহরুক, ডা. ফয়সাল, ডা. রাকিব, স্বেচ্ছাসেবক তুহিন হোসেন, বিপ্লব, স্বাধীন, লিমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।