বেনাপোল (যশোর): সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচার হওয়া দুই নারী দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করে।
২৩ ও ৩০ বছর বয়সী ওই দুই নারীর বাড়ি খুলনা জেলায়।
জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই দুই নারীকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে জোর করে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিলেন। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে ভারতের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফিরে আসা দুই নারীকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ৯১৫২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআই