ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধোবাউড়ায় আকস্মিক বন্যা, ৩ শতাধিক মানুষ পানিবন্দি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ধোবাউড়ায় আকস্মিক বন্যা, ৩ শতাধিক মানুষ পানিবন্দি  লোকালয়ে ঢুকছে পানি।

ময়মনসিংহ: অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আকস্মিক বন্যা শুরু হয়েছে।  
এতে সাড়ে তিনশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

 

শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে এই বন্যার সৃষ্টি হয়।  

সন্ধ্যায় ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন এতথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভারী বর্ষণের কারণে ঘোষগাঁও নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এ কারণে ঘোষগাঁও ইউনিয়নের প্রায় সাড়ে তিন শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, পানিবন্দিদের জন্য স্থানীয়ভাবে শুকনো খাবর সহায়তা করা হচ্ছে।  

সেইসঙ্গে পানিবন্দিদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে ১০ টন চাল ও দুই লাখ টাকা সাহায্য চাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।