ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ ধরতে গিয়ে পেলেন গ্রেনেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ২০, ২০২২
মাছ ধরতে গিয়ে পেলেন গ্রেনেড

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুকুর থেকে একটি পুরনো গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানায়, উপজেলা সদর ইউনিয়নের ধলেরচর গ্রামের বাসিন্দা ইউনুস শেখ রোববার (১৯ জুন) বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে গ্রেনেডটি পান। পরে রাতে ইউনুস শেখের ছেলে ইব্রাহিম শেখ থানায় গ্রেনেডটি জমা দেন।

ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের গ্রেনেড।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ২০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।