ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ২০, ২০২২
আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ ফকির নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রশিদ ফকির উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের খাবার হোটেল ব্যবসায়ী।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রোববার (১৯ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাইপাস সড়কের তেলের পাম্প সংলগ্ন নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে বৃষ্টির পানি জমে থাকা জমিতে মাছ শিকার করতে যান রশিদ ফকির। এ সময় ওই জমিতে পানি সেচের জন্য থাকা সাবমারসিবল পাম্পের তারের সংস্পর্শে গেলে বিদ্যুতায়িত হন তিনি। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন মৃত ঘোষনা করেন।

এদিকে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার অভিযোগ এনে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে রাতে অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।