ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় কাজ করছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় কাজ করছে পুলিশ

ঢাকা: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। নির্বিঘ্নে যাতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয় সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর মিন্টুরোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাফিজ আক্তার বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।

সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এত বেশি বৃষ্টি হচ্ছে বন্যাকবলিত এলাকায় গলা পর্যন্ত পানি হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে যাতে নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায়। এছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।