ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ১ জুলাই, ৬ জোড়া বিশেষ ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ১ জুলাই, ৬ জোড়া বিশেষ ট্রেন

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে ১ জুলাই। ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।  

তিনি জানান, এবারও ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। ১ জুলাই থেকে ৫ জুন পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি।

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।  

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারের এবং সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

 ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

ফেরত টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই।

সংবাদ সম্মেলনে রেল সচিব মো. হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।