ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনশান নীরবতা পাটুরিয়া ফেরিঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ২৬, ২০২২
সুনশান নীরবতা পাটুরিয়া ফেরিঘাটে

মানিকগঞ্জ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। পদ্মা সেতু উদ্বোধনের পর পাটুরিয়া ফেরিঘাট এলাকা যানবাহন শূন্য হয়ে পড়েছে।

 

রোববার (২৬ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সুনশান নীরবতার চিত্র দেখা যায়।

ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ পণ্য বোঝাই ট্রাক ২০৭টি, যাত্রীবাহী পরিবহন ১১৭টি এবং ছোট গাড়ি (প্রাইভেটকার) ২৩৫টি মোট ৫৫৯টি যানবাহন পাটুরিয়া ঘাট হয়ে ফেরি যোগে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়, যা কিনা অন্য সময়ের তুলনায় অনেক কম। এভাবে যানবাহনের পারাপার কমে গেলে পাটুরিয়া ফেরিঘাট হারাবে তার নিজস্ব অস্তিত্ব।  

পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুল সালাম বলেন, যানবাহনের চাপ কিছুটা কমে গেছে। তবে আমাদের যানবাহনের হিসাব মূলত হয় ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে এখনও বলতে পারছি না যানবাহনের চাপ কতটা কমবে এই নৌরুটে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছোট বড় মিলিয়ে ৫৫৯টি যানবাহন নৌপথ পার হয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।