ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ২ যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ২ যুবক

ঢাকা: পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (২৬ জুন) রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। তবে আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

উদ্বোধনের একদিনের মাথায় সেতুটিতে প্রথম এই দুর্ঘটনা ঘটলো। রোববার ভোর থেকেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

জানা গেছে, যান চলাচলের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই হাজারো বাইকারের আগমন ঘটে পদ্মা সেতুতে। দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুটি বাইক দুর্ঘটনার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতাবস্থায় সেতুর ওপর শুয়ে কাতরাচ্ছেন দুই যুবক। রক্ত গড়িয়ে পড়ছে শরীর থেকে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
>>> সোমবার ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।