ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রুমন উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুন) রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোষ্ট দেন। পরে এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বাংলানিউজকে বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায় রুমন সরকার রনি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।