ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৫০ ঘণ্টা রিচার্জ বন্ধ ডেসকোর প্রিপেইড মিটার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুন ২৯, ২০২২
৫০ ঘণ্টা রিচার্জ বন্ধ ডেসকোর প্রিপেইড মিটার

ঢাকা: বৃহস্পতিবার রাত থেকে ৫০ ঘণ্টা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটারের রিচার্জ সেবা বন্ধ থাকবে।

বুধবার (২৯ জুন) ডেসকোর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কারিগরি উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে বিধায় ডেসকোর সব প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে।

উল্লেখিত সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে, গ্রাহকদের মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে এবং যেকোনো প্রয়োজনে ১৬১২০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০২২
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।