ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

নলছিটিতে প্রাইভেটকারে ইয়াবা-গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, জুন ২৯, ২০২২
নলছিটিতে প্রাইভেটকারে ইয়াবা-গাঁজাসহ আটক ২

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) ভোরে দপদপিয়ার চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার আবু তালেব মোল্লার ছেলে মো. নাইম মোল্লা (২৩) এবং একই গ্রামের মৃত মজিবর খানের ছেলে মো. ইরাজ খান (৩৯)।  

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমানের নেতৃত্বে সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় গোপালগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে এসব মাদক পাওয়া যায়।

ওসি মু. আতাউর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।