ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই দফা ভূমিকম্পে কাপলো পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২২
দুই দফা ভূমিকম্পে কাপলো পঞ্চগড়

পঞ্চগড়: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে পর পর দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) দিনগত গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।

জানা যায়, প্রথম দফা শুক্রবার দিনগত রাত ১২টা ৩১ মিনিটে ও দ্বিতীয় দফায় রাত ৩টা ২৩ মিনিট মৃদু কম্পন অনুভূত হয়েছে। এ সময় স্থানীয়দের মাঝে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শেয়ার করে দিয়ে সবাইকে অবহিত করেছেন। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এটির কম্পণের মাত্রা খুবই কম ছিল। অল্প সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৬১ কিলোমিটার দুরের দেশ ভূটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৪ দশমিক ৭ এবং দ্বিতীয় বার ভুমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৪ দশমিক ৩।

এ বিষয়ে জানতে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায় নি।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।