ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

জাতীয়

জুয়ার আসর থেকে আ. লীগ নেতা-ইউপি সদস্যসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, জুলাই ৪, ২০২২
জুয়ার আসর থেকে আ. লীগ নেতা-ইউপি সদস্যসহ আটক ৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে জুয়ার আসর থেকে বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কড্ডা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সায়দাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ঠান্ডু ভুইয়া, জারিলা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর সাইদুল ইসলাম রাজা, মেঘা শেখের ছেলে ইউসুফ আলী, শাখায়াতের ছেলে রফিকুল ইসলাম, মৃত মুজাম্মেল শেখের ছেলে রেজাউল করিম এবং মৃত শাজাহান আলীর ছেলে মোয়াজ্জেম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় কড্ডা এলাকায় জুয়া খেলার আসরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর্তমান ও  সাবেক দুই ইউপি সদস্যসহ ছয় জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।