ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

উল্টো পথে গাড়ি, সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
উল্টো পথে গাড়ি, সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচলে ধীরগতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে স্থায়ী কোনো যানজট নেই।

শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে ওই মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে সাহেবগঞ্জ, ঘুড়কা বেলতলা হয়ে ভুইয়াগাঁতী পর্যন্ত গাড়ি চলাচলে ধীরগতি রয়েছে।

ঈদে ঘরে ফেরা যাত্রবাহী পরিবহণের অতিরিক্ত চাপের পাশাপাশি উল্টো পথে গাড়ি ঢোকানোর ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর গাড়ির চাপ রয়েছে। পাশাপাশি সকালের দিকে বেশ কয়েকটি গাড়ি উল্টো লেনে ঢুকিয়ে দেওয়ার ফলে সমস্যার সৃষ্টি হয়। এর ফলে মাঝে মধ্যে ধীরগতি থাকলেও যানজট নেই।

তিনি আরও বলেন, এ নিয়ে পুলিশ কাজ করছে, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।