ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিনজো আবের নিহতের ঘটনায় স্পিকারের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
শিনজো আবের নিহতের ঘটনায় স্পিকারের শোক

ঢাকা : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শােক-সন্তপ্ত পরিবার-পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন স্পিকার।

শুক্রবার (৮ জুলাই) সকালে পশ্চিম জাপানের নারা শহরে এক প্রচারণায় অংশ নিয়ে বক্তৃতা করছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী। এ সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর মারা ৯ বছর জাপানের শাসন ক্ষমতায় থাকা আবে।

তার নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও। পাশাপাশি তাকে গুলি করার ঘটনায় নিন্দাও প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।