ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্রত্নতাত্ত্বিক এনামুল হকের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
প্রত্নতাত্ত্বিক এনামুল হকের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক জিএম কাদের ও এনামুল হক

ঢাকা: স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

সোমবার (১১ জুলাই) এক শোক বার্তায় তিনি প্রয়াত ড. এনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে অসামান্য অবদান রেখেছেন ড. এনামুল হক। জাতীয় যাদুঘর প্রতিষ্ঠায় তার অবদান অনন্য।

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

প্রসঙ্গত, ড. এনামুল হক রোববার (১০ জুলাই) বিকেলে রাজধানীতে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।