ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশকে নতুন প্রেরণায় দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
পুলিশকে নতুন প্রেরণায় দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

ঢাকা: ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (১৩ জুলাই) সকালে পুলিশ সদর দফতরে কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

পবিত্র ঈদুল আযহায় পুলিশ সদস্যরা কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পথে-প্রান্তরে প্রান্তিক মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এজন্য সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান আইজিপি।

তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।