ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ যাত্রী দুর্ঘটনা কবলিত বাস

পটুয়াখালী: পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরন এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঈগল পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। শনিবার ভোর রাতের দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের মৌকরন ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী মারা যাওয়ার  সংবাদ পাওয়া যায়নি। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৬ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।