ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বোয়ালমারীতে পরিবারে অভিমান করে গুল খেয়ে প্রাণ দিল কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
বোয়ালমারীতে পরিবারে অভিমান করে গুল খেয়ে প্রাণ দিল কৃষক

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিবারের সঙ্গে অভিমান করে গুল খেয়ে ফেলু কাজী (৩০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেলু কাজী টোংরাইল গ্রামের হামিদ কাজীর ছেলে। তার একটি সন্তান রয়েছে।

জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে পরিবারের সঙ্গে অভিমান করে গুল খান ফেলু। পরে তাকে উদ্ধার করে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার উপড-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ফেলু কাজীর মরদেহ হস্তন্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।