ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে নারীসহ নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
দুর্গাপুরে নারীসহ নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থান থেকে আদিবাসী নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ইন্দ্রপুরের জমাট বাধা পানির গর্ত ও ছনগড়া খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই উপজেলার ছনগড়া এলাকার জ্ঞানেন্দ হাজংয়ের স্ত্রী সুচিলা হাজং (৫০) এবং একই উপজেলার ইন্দ্রপুর এলাকার আজিজুর রহমানের ছেলে মালেক মিয়া (৩০)।

জানা গেছে, সুচিলা হাজং গত বৃহস্পতিবার (২১ জুলাই) বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার সকালে উপজেলার ছনগড়া খালে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদহে উদ্ধার করে।  

এদিকে মালেক শুক্রবার (২২ জুলাই) দুপুরে গরু আনতে গিয়ে ইন্দ্রপুর এলাকায় জমাট বাধা পানির গর্তে পরে নিখোঁজ হন। শনিবার সকালে ওই গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিরিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।