ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

খ্যাতি নয়, আনন্দের জন্য কাজ করতে চাই: আবদুল্লাহ আবু সায়ীদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
খ্যাতি নয়, আনন্দের জন্য কাজ করতে চাই: আবদুল্লাহ আবু সায়ীদ

ঢাকা : বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, খ্যাতির জন্য নয়; সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই।

আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্ন দেখে যাবো।

সোমবার (২৫ জুলাই) ইমপ্রেস টেলিফিল্ম’র বিনোদন পাক্ষিক ‘আনন্দ আলো’ আয়োজিত ‘গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর গফরগাঁওয়ের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলতাফ হোসেন গোলন্দাজের নামে আনন্দ আলো প্রবর্তিত এ পুরস্কার প্রদানের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে কার্যক্রমটি বন্ধ ছিল। এক বছর পর শিক্ষাবিদ, সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হলো।

চ্যানেল আই কার্যালয়ে সরাসরি এই অনুষ্ঠানে আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বিশিষ্ট অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে পুরস্কারের এক লাখ টাকা, ক্রেস্ট, উত্তরীয়সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
এইচএমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।