ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি (সিলেট): ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ মারা গেছেন। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক।  

তিনি বলেন, আমার বন্ধু বুলবুল আর আমাদের মাঝে নেই। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তাকে ছূরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের মোবাইলে ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।