ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মান্দায় অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
মান্দায় অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মান্দা ডাকবাংলোর সামনে ব্যাটারিচালিত একটি অটোভ্যানের ধাক্কায় আকিম মদ্দিন শাহ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আকিম ওই উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চককোলী শাহপাড়া গ্রামের বাসিন্দা।  

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বাংলানিউজকে জানান, নিহত আকিম মানসিক ভারসাম্যহীন ছিলেন জেনেছি। মঙ্গলবার দুপুরে তিনি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় পেছন থেকে একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।