ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাপড় শুকানোর রশি গলায় পেঁচিয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
কাপড় শুকানোর রশি গলায় পেঁচিয়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসায় খেলার সময় গলায় ফাঁস লেগে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরাফাত ইসলাম আরজু (৯) নামের শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

শনিবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, শিশুটির বাবা-মা জানিয়েছেন, বাসার বারান্দায় বাঁধা কাপড় শুকানোর রশি নিয়ে খেলার সময় শিশুটির গলায় রশি পেঁচিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসেন তারা।

পরিদর্শক বাচ্চু মিয়া আরও জানান, মৃত ঘোষণার পর চিকিৎসক মরদেহটি মর্গে পাঠালেও স্বজনরা মৃতদেহ বাসায় নিয়ে যান। শিশুটির বাবার নাম আজিজুল ইসলাম ও মা রুনা বেগম বলে জানা গেছে। তারা কদমতলী মুরাদপুর হাই স্কুলের পাশে একটি বাড়িতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।