ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মোরেলগঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণকেন্দ্র সিলগালা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, আগস্ট ১২, ২০২২
মোরেলগঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণকেন্দ্র সিলগালা, জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বি টি এফ মেডিক্যাল ইনস্টিটিউট নামে একটি অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক মো. আবু বকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সদরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করার আদেশ দেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন মোরেলগঞ্জে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। ফলে প্রতিষ্ঠানের পরিচালক মো. আবু বকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।