ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের ধাক্কায় মো. কালাম সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইনস এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার সাহাপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কালাম সরদার টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইলস এলাকায় ছাবিরা রউফ ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাত্রা বিরতি দেয় বাসটি। এসময় কালাম বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।