ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কড়াইলে আল আমিন হত্যা, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
কড়াইলে আল আমিন হত্যা, গ্রেফতার ৫

ঢাকা: বনানীর কড়াইল বস্তিতে আল আমিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ হত্যাতাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, কড়াইলে আল আমিন হত্যার রহস্য উদঘাটনসহ ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কড়াইল বস্তির নূরানী মসজিদ রোডে নিজ বাসার সামনে দাঁড়িয়েছিলেন আল আমিন (৩৪)। এ সময় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

এক পর্যায়ে আল আমিন একটি দোকানে আশ্রয় নেন। সেই দোকানে গিয়ে দুর্বৃত্তরা আবারও হামলা করে তাকে হত্যা করে।

রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কড়াইল ১ নম্বর ইউনিট আওয়ামী লীগের কমিটির বিরোধিতার জেরে তিনি হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেন তার স্বজনরা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।