ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী ঘটনাস্থল।

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় গরুটিও মারা যায়।

 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ত্রি-মোহিনী রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

লাইলী বেগম সদর উপজেলার হরিনসিংহা গ্রামের মজিবর রহমানের স্ত্রী।  

স্থানীয়রা জানান, গরুকে ঘাস খাওয়ানোর জন্য দুপুরে রেল লাইনের পাশে গরু বেঁধে রেখেছিলেন লাইলী বেগম। গরুটি রেললাইনের ওপর উঠে গেলে সরানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় সান্তাহার থেকে বুড়িমাড়ীগামী করতেয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই গরুসহ নিহত হন লাইলী বেগম।

বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।