ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীদের বলাৎকারের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীদের বলাৎকারের অভিযোগ

রাঙামাটি: রাঙামাটি জেলা পুলিশ রিজার্ভ অফিসের উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী ভূঁইয়ার বিরুদ্ধে চার সহকর্মী কনস্টেবলকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতার ভিত্তিতে পুলিশের ওই কর্মকর্তাকে লংগদু থানার একটি ক্যাম্পে বদলি করা হয়েছে।

জানা যায়, গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে রাঙামাটি জেলা পুলিশ রিজার্ভ অফিসের ওই এসআই তার সহকর্মীদের জোরপূর্বক সমকামিতায় বাধ্য করায়। রিজার্ভ অফিসে কর্মরত এই চার কনস্টেবল কল্যাণ শাখা ও ডিও শাখায় কর্মরত রয়েছেন। তাদের অভিযোগের সাক্ষ্য হিসেবে ঘটনার একটি ভিডিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে জমা আছে। এ ঘটনায় পাঁচজন কর্মকর্তাকে সাক্ষী করা হয়েছে।   

অভিযুক্ত এসআই শওকত ২০০৫ সালে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার স্থানীয় বাসিন্দা।

এসআই শওকত আলী ভুঁইয়ার মোবাইলে এ বিষয়ে জানতে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।