ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

সিলেট: সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনবেন তাদের সুখ-দুঃখের কথা, শোনাবেন আশার বাণী।

 
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে এরই মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততিমূলক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিনি বলেন, নগরের উপকণ্ঠ লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠানটি হবে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা-বাগান থেকে কয়েক হাজার শ্রমিক যোগ দেবেন। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা-বাগানের শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার সিলেটের পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।