ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

কেরানীগঞ্জ(ঢাকা):  কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মোকলেম(৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। রোববার ( ৪ সেপ্টেম্বর)  সন্ধ্যায় উপজেলার সিরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রায়হান(২০) হিমেল(১৭) ও জিহান(১৩) ।  

নিহত মোকলেস কেরানীগঞ্জ উপজেলার সিরাজনগর গ্রামের মুসলেমউদ্দীনের ছেলে। তিনি দুই কন্যার জনক।  
  
নিহতের মামাতো ভাই নাজমুল বলেন, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরের সঙ্গে শত্রুতা ছিল নিহত মোকলেমের পরিবারের। ঘটনার দিন বিকেলে আমার ভাই তার জমিতে সিমের বীজ রোপণ করতে গেলে প্রতিবেশী জাহাঙ্গীরের সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়।  এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার তিন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমার মামাতো ভাই মোকলেসকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুর আর রশীদ জানান, ঘটনার পরপরই তিন ভাইকে গ্রেফতার করা হয়েছে। পলাতক জাহাঙ্গীরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।