ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকায় ছিনতাইকারির ছুরিকাঘাতে একটি কারখানার শ্রমিক আহত হয়েছেন। হৃদয় (১৭) নামের আহত শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর কয়লারঘাট ছাতা মসজিদ রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত হৃদয়ের পরিচিত রিয়াজউদ্দিন দাউদ জানান, হৃদয় কামরাঙ্গীরচরে নারীদের জন্য ভ্যানিটি ব্যাগ তৈরীর একটি কারখানার শ্রমিক। আজ ভোরের দিকে কারখানা থেকে বেরিয়ে হোটেলে নাস্তা খেতে যায়। কারখানা থেকে কিছুটা দূরে গেলে তাকে ছিনতাইকারীরা গতিরোধ করে। একপর্যায়ে তারা মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হৃদয় বাধা দেন। তখন ছিনতাইকারীরা তার দুই পায়ে ছুরিকাঘাত আঘাত করে পালিয়ে যায়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হৃদয়কে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।  
এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।