ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেলের ট্যাংকিতে লাফ দিয়ে শ্রমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
তেলের ট্যাংকিতে লাফ দিয়ে শ্রমিকের আত্মহত্যা তফছির মিয়া

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাসফিল্ডের তেলের ট্যাংকির ভেতর লাফ দিয়ে তফছির মিয়া নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা পুলিশ ট্যাংকির ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

তফছির উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের দৈনিক শ্রমিক ছিলেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রোববার থেকে তফছির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে- রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছির গ্যাসফিল্ডে প্রবেশ করেন এবং সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উঠিয়ে লাফ দেন। এজন্য নিশ্চিতভাবেই বলা যায় এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।